সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি দেশের মানুষের জীবনমান উন্নয়নে দিনরাত পরিশ্রম করে সকল বিষয়ে সফলতা বয়ে আনছেন।
রোববার (১৭ জুন) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার করিম উদ্দিন আহমেদ অডিটোরিয়াম হলে "আমরা হেঁটেছি যারা" গ্রন্থের মোড়ক উম্মোচন ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
লালমনিরজাট জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও কালীগঞ্জ উপজেলা প্রশাসন'র সহযোগীতায় এবং জেলা সমাজসেবা কার্যলয়'র উপপরিচালক আব্দুল মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিখি হিসাবে উপস্থিত ছিলেন-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর, রংপুর সমাজসেবা কার্যলয়ের আব্দুল মোতালেব সরকার, পরিচালক উপসচিব বিভাগীয় সমাজসেবা কার্যালয়, রংপুর।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান, আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ার, কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ছনিসহ দলীয় নেতাকর্মী।
অনুষ্ঠানে কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার কামার, কুমার, নরসুন্দর, সুমেকার, (হেয়ার ড্রেসার), জুতা মেরামত ও প্রস্তুতকারী (মুচি), বাঁশ-বেত পণ্য প্রস্তুতকারী ও কাসাঁ-পিতল পণ্য প্রস্তুতকারী মোট ১২০ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে ১৮ হাজার টাকা করে মোট প্রায় ২২ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
0 মন্তব্যসমূহ