গেল রোজার ঈদে দর্শকদের সিনেমা হলমুখী করার প্রধান সেনাপতি ছিলেন শাকিব খান। সেবার ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ দুটি সিনেমা নিয়ে হাজির হয়েছিলেন তিনি। এক ঈদে ভাইজানের দুই সিনেমা পাওয়ায় উল্লসিত ছিলেন অনুরাগীরা। হলবিমুখতার দীর্ঘদিনের অভ্যাস শিকেয় তুলে সিনেমা হলে গিয়েছিলেন তারা।
এই ঈদেও প্রেক্ষাগৃহে চলছে ‘গলুই’। গত শুক্রবার (১৫ জুলাই) দেশের গণ্ডি ছাড়িয়ে সুদূর মার্কিন মুলুকের নিউইয়র্ক শহরের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে ‘গলুই’ মুক্তি পেয়েছে। বিদেশের মাটিতে দেশের সিনেমা দেখে সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসী বাঙালিরা। তারা মুগ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার এই সুপারস্টারের অভিনয়ে।
এবার সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিবের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনয়শিল্পী টনি ডায়েস।
টনি ডায়েস লিখেছেন, ‘বিদেশে কোনো মুভি থিয়েটারে বসে বাংলাদেশের সিনেমা দেখার অন্যরকম ভালো লাগার অনুভূতি থাকে। সিনেমা আমার কাছে অন্ধকার একটি ঘরে স্বপ্ন দেখার মতো মনে হয়।
কখনও তাতে বাস্তবতার ছোঁয়া থাকে, কখনও অবাস্তবও হতে পারে। কাল দেখলাম বাংলাদেশের সিনেমা শাকিব খান অভিনীত ‘গলুই’। পরিচালনায় এসএ হক অলিক। স্বপ্নটা ভালো দেখিয়েছেন পরিচালক।’
এ সময় ‘গলুই’র অন্যান্য অভিনয়শিল্পীর প্রশংসা করে তিনি লিখেছেন, ‘সিনেমা তো আসলে টিমওয়ার্ক। সবাই ভালো করলেই ভালো সিনেমার সৃষ্টি হয়। সেক্ষেত্রে প্রত্যেকেই যে যার স্থান থেকে ভালো কাজ করেছেন। পরিচালককে সাধুবাদ দিতে হয় অনেক ভালো শিল্পীর সমাবেশ এই সিনেমায় করেছেন।’
এরপরই শাকিব খানের প্রতি মুগ্ধতা প্রকাশ করে টনি লেখেন, ‘শাকিবের অভিনয়ে মুগ্ধ হয়েছি। নিজেকে ভাঙার চেষ্টা করেছেন। এই ভাঙাটা ধরে রাখলে আমার বিশ্বাস তার ক্যারিয়ারে আরও চ্যালেঞ্জিং চরিত্র যোগ হবে— যা দেখার জন্য সব শ্রেণির দর্শক অপেক্ষায় আছেন। পূজার অভিনয় বেশ ভালো লেগেছে। অনেক দিন পর সুচরিতাকে পর্দায় দেখলাম। মন জুড়িয়ে দিয়েছেন অভিনয় দিয়ে।’
ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেতা আরও লিখেছেন, ‘আমি সাউন্ড আর সিনেমাটোগ্রাফির কোয়ালিটিতে কখনও ছাড় দিতে পছন্দ করি না। সিনেমার পর্দা কিন্তু শুধু অভিনয় নয়, চোখে দেখা আর কানে শোনার সঙ্গেও জড়িত। আমার মন কেড়ে নিয়েছে ছবির আবহ সংগীত, গানগুলো আর তার সাউন্ড কোয়ালিটি। সিনেমাটোগ্রাফিও চমৎকার ছিল।’
সবশেষে টনি ডায়েস লিখেছেন, ‘আমি অনুরোধ করব সবাইকে, আসুন আমরা হলে গিয়ে সিনেমাটি দেখি। আপনারা পরিবারসহ একটি পরিচ্ছন্ন ও সুন্দর সিনেমা উপভোগ করতে পারবেন।’
নিখাদ ভালোবাসার গল্পের সিনেমা ‘গলুই’ ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত। এতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন পূজা চেরী। আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ।
0 মন্তব্যসমূহ