রংপুরের পীরগাছায় হাতি দেখতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় জান্নাতি আক্তার (৬) নামের এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পীরগাছার কদমতলা ফকিরটারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জান্নাতি আক্তার ওই গ্রামের ভ্যানচালক আনছার আলীর মেয়ে।
এসময় এলাকাবাসী অন্তত ৩০ মিনিট ওই সড়ক অবরোধ করে রাখেন। এতে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাস্তা দিয়ে যাওয়া হাতি দেখতে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল জান্নাতি। এসময় রংপুর থেকে যাত্রী নিয়ে আসা একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা শিশুর ওপর উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে জান্নাতি মারা যায়। পরে এলাকাবাসী উত্তেজিত হয়ে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ৩০ মিনিট অবরোধ করে রাখেন।
পরে পীরগাছা উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে যান চলাচল স্বাভাবিক করেন।
পীরগাছা থানার ওসি (তদন্ত) শুকুর মিয়া বলেন, দুর্ঘটনার শিকার অটোটি জব্দ করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
0 মন্তব্যসমূহ