৮শ’ টন ধান মজুত করায় জরিমানা গুনলেন মিল মালিক


অবৈধভাবে ৮শ’ টন ধান মজুত ও অনুমোদন ছাড়া ব্যবসা পরিচালনা করার অভিযোগে নর্দান এগ্রো ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড নামে একটি অটোরাইস মিলকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে মিলটি বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে রংপুর সদর উপজেলার উত্তম বানিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার আমিনুল ইসলাম জানান, নর্দান এগ্রো রাইস মিলটি সরকারের অনুমোদন ছাড়াই ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রংপুর খাদ্য বিভাগের সহায়তায় আমরা সেখানে অভিযান পরিচালনা করি। সেখানে অবৈধভাবে প্রায় এক হাজার মেট্রিক টন ধান মজুত করা হয়েছিল। মজুতের কোনো কাগজপত্র তারা দেখাতে পারেনি।

লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ও অবৈধভাবে মিলে ধান মজুত করার কারণে ভ্রাম্যমাণ আদালত মিল মালিক ইসতিয়াক আহামেদকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে মিলটি বন্ধ করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে রংপুর খাদ্য বিভাগের কর্মকর্তা আরিফ হোসেন ও জাকিয়া সুলতানা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ