রংপুরের পীরগাছায় মোটরসাইকেলের ধাক্কায় রাফি ইসলাম নামে পাঁচ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুন) সন্ধ্যায় উপজেলার পাওটানা-লাটশালা পাওয়ার প্লান্ট সড়কের সাহেব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফি ইসলাম উপজেলার ছাওলা ইউনিয়নের চর ছাওলা গ্রামের শফিকুল ইমলামের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় সাহেব বাজার এলাকায় সড়কে দাঁড়িয়েছিল রাফি।
এ সময় পাওটানা হাট থেকে লাটশালাগামী একটি মোটরসাইকেল শিশু রাফিকে ধাক্কা দেয়। এতে রাফি গুরুতর আহত হলে তাকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পথে তার মৃত্যু হয়। মোটরসাইকেল চালক লাটশালা গ্রামের আবুল কালামকে আটক করেছে এলাকাবাসী।
বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার এসআই রশিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় শিশু রাফির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 মন্তব্যসমূহ