অপূর্ণই রয়ে গেল স্বপ্ন


জাতীয় দলে ফুটবল খেলার স্বপ্ন দেখছিলেন মাসুম মিয়া। কিন্তু এ স্বপ্ন পূরণ করতে দিল না ঘাতক ট্রাক। কেড়ে নিল তার জীবন। এ ফুটবলারের মৃত্যুতে নেমে ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

বৃহস্পতিবার সকালে রংপুরের পীরগঞ্জের উপজেলার দুরামিঠিপুর এলাকায় ট্রাকচাপায় নিহত হন মাসুম।

নিহত মাসুম বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন খেলোয়াড় ছিলেন। তিনি পীরগঞ্জ পৌরসভার ওসমানপুর এলাকার মাহফুজার রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন মাসুম। দুরামিঠিপুর এলাকায় পৌঁছালে মালবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পীরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, ট্রাকটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছেন। তাকে ধরার জন্য মাঠে নেমেছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ