সচিব পরিচয়ে প্রতারণা: গ্রেফতার ১


সচিব ও সচিবের পিএস পরিচয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

গ্রেফতারকৃতের নাম-রেজওয়ানুল হক। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে প্রতারণায় ব্যবহৃত দুইটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ জুন ২০২২) রংপুর জেলার পীরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ মনিরুল ইসলাম, পিপিএম সেবা ডিএমপি নিউজকে জানান, গ্রেফতারকৃত প্রথমে ফেসবুক একাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তির নিকট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করার পর সাধারণ মানুষের সাথে পরিচিত হয়ে সখ্যতা গড়ে তোলেন। এরপর তিনি নিজেদেরকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব, সচিবের পিএস, কখনো আবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে পরিচয় দিতেন। উক্ত পরিচয় প্রদানের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বিকাশ এবং নগদ একাউন্টের মাধ্যমে তিনি সাধারণ মানুষের নিকট হতে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেন। এভাবে টাকা হাতিয়ে নেয়ার কিছুদিন পর তিনি আত্মগোপনে চলে যান। তার এমন ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হয়েছেন অনেক মানুষ।

৫ জুন ২০২২ গ্রেফতারকৃত রেজওয়ানুলের বিরুদ্ধে প্রতারণার ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা রুজু হয়। মামলা রুজুর পর সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম আধুনিক তথ্য-প্রযুক্তির সাহায্যে অভিযুক্তের অবস্থান সনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তারেক বিন রশিদ, পিপিএম এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জুনায়েদ আলম সরকার এর তত্ত্বাবধানে সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিমের টিম লিডার মোঃ মনিরুল ইসলাম-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ