প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, রংপুরে মহিলা লীগের বিক্ষোভ


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল- সমাবেশ করেছে মহিলা আওয়ামী লীগ।

বুধবার (১ জুন ) বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান সড়ক ঘুরে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকিয়া সুলতানা চৈতির সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি মর্তুজা মনসুর, সহ-সভাপতি পারভিন আক্তার, উম্মে রুহানি কপিলা, অ্যাডভোকেট মনোয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক আফরোজা আজিজ কনি, আরেফিন নাহার বিউটি, ত্রাণ সম্পাদক সায়মা পারভিন, জেলা যুব মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক সুমাইয়া খাতুন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা  যখন সকল বাঁধা উপেক্ষা করে দেশের উন্নয়ন করছেন ঠিক তখনই স্বাধীনতাবিরোধী শক্তি আবারো সে উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তারা। কিন্তু তাদের এ অপচেষ্টা কখনই সফল হতে দিবে না মহিলা আওয়ামী লীগ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ