শ্রীলংকা টি-২০ দলে ‘নতুন মালিঙ্গা’


আইপিএলের সর্বশেষ আসরে অদ্ভুত বোলিং অ্যাকশনের কারণে ‘নতুন মালিঙ্গা’ হিসেবে চমক পরিচিতি পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাতিয়ে আসা মাথিসা পাথিরানা। এবার জাতীয় দলেও ডাক পেয়ে গেলেন পাথিরানা। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা, যাতে চমক হিসেবে রয়েছেন ডানহাতি এই পেসার।

এ সিরিজে শ্রীলংকা দলে ফিরেছেন বাঁ-হাতি ব্যটান ভানুকা রাজাপক্ষে এবং  অলরাউন্ডার ওয়ানিন্দু  হাসারাঙ্গা। সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ(আইপিএল) টি-২০ টুর্নামেন্টে নিজ নিজ দলের হয়ে ভাল পারফরমেন্সর সুবাদে ঘোষিত  ১৮ সদস্যের লংকান দলে ডাক পান এ দুই ক্রিকেটার।

আইপিএলে  মাত্র এক উইকেট কম থাকায় পারপেল ক্যাপ মিস করা হাসারঙ্গা সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক টি-২০ খেলেছেন। দিনেশ চান্দিমালের  বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন  তিনি। দল থেকে বাদ পড়েছেন  ধনঞ্জয়া  ডি সিলভা এবং লাহিরু  কুমারা।  রিজার্ভ হিসেবে  সুযোগ পেয়েছেন  বাঁহাতি  স্পিনার জেফরে বন্দরসে এবং উইকেটরক্ষক  নিরোশান ডিকবেলা। আগামী  ৭ ,৮ এবং ১১ জুন অনুষ্ঠিত হবে  তিন ম্যাচের  সিরিজ।

শ্রীলংকা দল:

দাসুন শানাকা(অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দানুস্কা  গুনাতিলকা, কুসল মেন্ডিজ, চারিখ আশালঙ্কা, ভানুকা রাজাপক্ষে, নুয়ান্দু ফার্নান্দো, লাহিরু মাধুশঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারতেœ, দুশমন্ত চামিরা, কাসুন রাজিথা, নুয়ান তুসারা, মাথিশা পাথিরানা, রমেশ মেন্ডিজ, মহিশ থিকসানা, প্রবীন জয়াবিক্রমা, লক্ষন সান্দাকান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ